Bazarkiনী কি? কিভাবে কাজ করে?
Bazarkiনী মুলত অনলাইন ডেলিভারি সার্ভিস সিস্টেম। আপনার জীবনের ব্যস্ততম সময়কে
সহজ ও গতিময় করাই Bazarkiনীর একমাত্র উদ্দেশ্য। বাসায় বসে আপনি তাদের মাধ্যমে
আপনার প্রয়োজনীয় সকল বাজার করে নিতে পারবেন।
ব্যাস্ততার জন্য বাজার করা আমাদের সবার কাছে একটু কষ্টসাধ্য হয়ে যায়। আপনার কথা
মাথায় রেখে আমাদের সার্ভিস চালু করা। সঠিক সময়ে ঝামেলামুক্ত বাজার আপনার দরজায়
পোছে দেওয়া আমাদের দায়িত্ব। উক্ত সার্ভিসটি মূলত রাজশাহী সিটির জন্য প্রযোজ্য।
পেজ সূচিপত্রঃ Bazarkiনী কি? কিভাবে কাজ করে?
Bazarkiনী কি? কিভাবে কাজ করে?
Bazarkiনী হলো একটি All-in-One Delivery Service।এটি Foodpanda-এর মতো শুধু
খাবারের ডেলিভারি নয় বরং যে কোনো জিনিস, যে কোনো দোকান থেকে আপনার হয়ে
বাজার করে সরাসরি আপনার বাসায় পৌঁছে দেয়। আপনি যা চান, যেখান থেকে চান,
আমরা সেখান থেকেই এনে দিই আপনার প্রয়োজনীয় প্রোডাক্ট।
Bazarkiনী ব্যবহার করা খুবই সহজ। আপনি শুধু একটা মেসেজ দিয়ে জানাবেন আপনার
কি লাগবে? কোথায় থেকে লাগবে? কখন লাগবে? আমরা আপনার হতে বাজার করে পোঁছে
দিবো আপনার বাসায়।
আপনি আমাদের Facebook Page / WhatsApp-এ মেসেজ দিয়ে জানাবেন। কী কী জিনিস
দরকার, কোন দোকান বা এলাকা থেকে এবং আপনার ঠিকানা। আমরা আপনার হয়ে বাজার
করব, আমাদের ডেলিভারি টিম আপনার বলা দোকান থেকেই আপনার হয়ে পণ্য
কিনবে।বাসায় পৌঁছে দেবে বাজার শেষ করে নিরাপদ ও দ্রুততার সাথে।
Bazarkiনী-তে কী কী ডেলিভারি পাওয়া যায়?
Bazarkiনী হলো একটি All-in-One Delivery Service। এখানে নির্দিষ্ট কোনো
ক্যাটাগরিতে সীমাবদ্ধ না, আপনার যেকোনো প্রয়োজনীয় জিনিস, যেকোনো দোকান
থেকে আমরা আপনার হয়ে কিনে এনে
নিরাপদভাবে আপনার বাসায় পৌঁছে দিই। উক্ত সার্ভিসটি মূলত রাজশাহী সিটির জন্য প্রযোজ্য।
১. মুদি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যঃ
চাল, ডাল, তেল, লবণ
চিনি, আটা, মসলা
ডিম, দুধ, পানি
দৈনন্দিন প্রয়োজনীয় সব পণ্য। আপনার এলাকার দোকান থেকেই সরাসরি কেনা হয়।
২. সবজি ও কাঁচাবাজারঃ
টাটকা সবজি
ফলমূল
মাছ, মাংস (আপনার বলা দোকান থেকে)
আপনি যেই দোকান বলবেন, সেখান থেকেই আনা হবে।
৩. মেডিসিন ও ফার্মেসি পণ্যঃ
প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ
সাধারণ ফার্মেসি আইটেম
জরুরি মেডিসিন ডেলিভারি
প্রয়োজনে প্রেসক্রিপশনের ছবি পাঠালেই হবে।
৪. কাপড়, জুতা ও ব্যক্তিগত পণ্যঃ
রেডিমেড কাপড়
জুতা, ব্যাগ
কসমেটিকস
পার্সোনাল কেয়ার আইটেম
আপনার পছন্দের শপ বা মার্কেট থেকে।
৫. গিফট ও বিশেষ জিনিসঃ
জন্মদিনের গিফট
ফুল
কেক (যে বেকারি বলবেন)
সারপ্রাইজ ডেলিভারি
বিশেষ সময়ের জন্য বিশেষ সার্ভিস।
৬. পার্সেল ও ডকুমেন্ট ডেলিভারিঃ
কাগজপত্র
ছোট পার্সেল
অফিস ডকুমেন্ট
দ্রুত ও নিরাপদ ডেলিভারি।
৭. যেকোনো দোকানের পণ্যঃ
ইলেকট্রনিক্স এক্সেসরিজ
হার্ডওয়্যার আইটেম
স্টেশনারি
আপনার প্রয়োজন অনুযায়ী যেকোনো জিনিস। এক দোকানে সীমাবদ্ধ নয়।
⚠️কী কী ডেলিভারি করা হয় নাঃ
❌ অবৈধ বা নিষিদ্ধ পণ্য
❌ ঝুঁকিপূর্ণ/বিস্ফোরক সামগ্রী
❌ আইনবিরোধী কোনো জিনিস
Bazarkiনী সুবিধা কি কি?
সময় বাঁচে, বাজারে যেতে হয় না, এক দোকান থেকে আরেক দোকানে ঘোরার ঝামেলা
নেই। ব্যস্ত মানুষের জন্য সবচেয়ে বড় সুবিধা। যে দোকান চাই, সেখান থেকেই,
কোন সীমাবদ্ধ নাই, কাস্টমার নিজের পছন্দের দোকান বলতেই পারে, বিশ্বাস বেশি
তৈরি হয় এবং সবকিছুর ডেলিভারি এক জায়গায়। মুদি, সবজি, মেডিসিন, কাপড়, জরুরি
জিনিস, আলাদা আলাদা সার্ভিস লাগবে না, বাইরে যাওয়ার ঝুঁকি নেই, অসুস্থ
মানুষ, বয়স্ক, নারী ও ব্যস্ত পরিবার, ঘরে বসেই সব পাওয়া যায়, সহজ অর্ডার
সিস্টেম, অ্যাপ লাগবে না। শুধু Facebook/WhatsApp মেসেজ দিন।
কিভাবে সার্ভিস ওর্ডার করবেন?
Bazarkiনী থেকে অর্ডার করা খুবই সহজ। অ্যাপ লাগবে না, কলের ঝামেলা নেই।
শুধু একটি মেসেজেই অর্ডার সম্পন্ন। আমাদের পেজে মেসেজ দিন।
Facebook Page অথবা WhatsApp(01783101680)।
কী কী দরকার লিখে পাঠান
মেসেজে পরিষ্কার করে লিখুন—
কোন কোন জিনিস লাগবে
পরিমাণ (যদি জানা থাকে)
চাইলে ছবি পাঠাতে পারেন।
কোন দোকান/এলাকা থেকে চান জানান
আপনার পছন্দের দোকানের নাম
অথবা,
কোন এলাকা/মার্কেট থেকে নিতে হবে
না জানলে আমরা কাছের ভালো দোকান থেকে নেব।
আপনার ঠিকানা দিন
বাসার ঠিকানা
ফোন নম্বর (দ্রুত ডেলিভারির জন্য জরুরি)
কনফার্মেশন ও চার্জ জানানো হবে
আমরা আপনাকে জানাব আনুমানিক ডেলিভারি সময়, ডেলিভারি চার্জ।
আপনি কনফার্ম করলে অর্ডার শুরু হবে।
ডেলিভারি সম্পন্ন
আমরা আপনার হয়ে বাজার করে
নিরাপদভাবে আপনার বাসায় পৌঁছে দেব।
পেমেন্ট কিভাবে করবেন?
ক্যাশ অন ডেলিভারি (COD)
বিকাশ / নগদ (অর্ডার অনুযায়ী)
বড় অর্ডারে আংশিক অগ্রিম লাগতে পারে।
এক নজরে অর্ডার করার নিয়ম (Short Version):
আমি অর্ডার করতে চাই।
প্রয়োজনীয় জিনিস: ……
দোকান/এলাকা: ……
পরিমান:.......
ঠিকানা: ……
ফোন নম্বর: ……
পেমেন্ট অফশন:.......
Bazarkiনীর ডেলিভারি চার্জ কেমন?
১. Distance অনুযায়ী চার্জ (Recommended)
০–৩ কিমি =৪০টাকা (দোকান হতে বাসা)
৩–৫ কিমি =৫০টাকা (দোকান হতে বাসা)
৫–৭ কিমি =৭০টাকা (দোকান হতে বাসা)
৮–১০ কিমি = ৮০টাকা (দোকান হতে বাসা)
১০ কিমি+ (আলোচনা সাপেক্ষে)
২. একাধিক দোকান হলে অতিরিক্ত চার্জ
প্রতি অতিরিক্ত দোকান: ৳২০ – ৳৩০
কারণ সময় ও জ্বালানি বেশি লাগে।
৩. জরুরি / এক্সপ্রেস ডেলিভারি
৩০ মিনিটের মধ্যে দরকার হলেতে
৳৫০ – ৳১০০ (দূরত্ব অনুযায়ী)
৪. ভারী বা বিশেষ পণ্যের চার্জ
বড় বস্তা, পানির বোতল, ভারী পার্সেল
৳৩০ – ৳১০০ (ওজন অনুযায়ী)
৬. মুদি ও সবজি বাজার
১-৩ টি প্রোডাক্ট(০–৩ কিমি)=৫০ টাকা
৪-৭ টি প্রোডাক্ট(৩–৫ কিমি)=৬০ টাকা
৮-১২ টি প্রোডাক্ট(৫–৭ কিমি)=৮০ টাকা
১৩-২০ টি প্রোডাক্ট(৮–১০ কিমি)=১২০ টাকা
২০টির অধিক প্রোডাক্ট = আলোচনা সাপেক্ষে
৭. পেমেন্ট রুলস
ছোট অর্ডার → Cash on Delivery
বড় অর্ডার → Partial Advance (৩০–৫০%)
আমাদের ডেলিভারি চার্জ নির্ভর করে দূরত্ব, দোকানের সংখ্যা ও সময়ের উপর।
অর্ডার কনফার্মের আগেই আপনাকে চার্জ জানিয়ে দেওয়া হবে।
মন্তব্যঃ
Bazarkiনী কোনো খাবারের অ্যাপ নয়। এটি একটি সবকিছুর ডেলিভারি সার্ভিস।আপনি
যা চান, যেখান থেকে চান, Bazarkiনী ঠিক সেই দোকান থেকেই আপনার হয়ে বাজার
করে নিরাপদভাবে আপনার বাসায় পৌঁছে দেই। মুদি, সবজি, মেডিসিন, কাপড়, গিফট,
পার্সেল—সবই সম্ভব। শুধু ন্যায্য ডেলিভারি চার্জ নেওয়া হয়। উক্ত সার্ভিসটি মূলত রাজশাহী সিটির জন্য প্রযোজ্য।
অর্ডার করতে ইনবক্স করুন
অথবা কমেন্ট করুন “বাজার”
আমরা দ্রুত যোগাযোগ করব।


Ronginpata.com সাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন, প্রতিটি কমেন্ট রিভিও করা হয়।
comment url