রাজশাহী টু ঢাকা বিমান টিকেট বুকিং

আপনি যদি রাজশাহী থেকে ঢাকা বাসে বা ট্রেনে যেতে সমস্যা মনে করেন তাহলে আপনার জন্য রয়েছে বিমানের ব্যবস্থা। আপনি চাইলেই রাজশাহীর শাহ মুখদুম বিমান বন্দর থেকে অনায়াসে ঝামেলা বিহিন যেতে পারেন।

রাজশাহী-বিমান-বন্দর

রাজশাহী থেকে ঢাকা যাওয়ার জন্য আপনাকে শাহ মুখদুম বিমান বন্দর থেকে রওনা দিতে হবে। রাজশাহীর মেন শহর(বাজার) থেকে এটির দুরুতব ১১-১২ কি.মি। ট্যাক্সি, সিএনজি, আটো রিকশা ব্যবহার করে যেতে পারবেন।

পেজ সুচিপত্রঃ রাজশাহী টু ঢাকা বিমান টিকেট বুকিং


রাজশাহী টু ঢাকা বিমান টিকেট বুকিং

খুব সহজে কয়েকটি পদ্ধতি অবলম্বন করে আপনি রাজশাহী থেকে ঢাকা বিমানে যেতে পারবেন। রাজশাহী থেকে বিমানে ঢাকা যাওয়ার জন্য আপনাকে আগে শাহমখদুম বিমানবন্দরে যেতে হবে। শাহ মখদুম বিমানবন্দর রাজশাহী শহর থেকে প্রায় ১১ থেকে ১২ কিলোমিটার দূরে অবস্থিত। রাজশাহী শহর থেকে বিমানবন্দর এলাকায় আপনি বিভিন্ন সিএনজি অটোরিকশা ও ট্যাক্সির সংলগ্নে যেতে পারবেন।  

শাহমখদুন বিমানবন্দরে পৌঁছানোর পর আপনি বিভিন্ন এয়ারলাইন্স থেকে টিকিট ক্রয় করতে পারবেন। যেমন বিমান বাংলাদেশ এয়ারলাইন, ইউএস-বাংলা এয়ারলাইন, নভো এয়ার বা যেকোনো ট্রাভেল এজেন্সির মাধ্যমে টিকিট কিনতে পারবেন।

রাজশাহী টু ঢাকা বিমান সময়সূচী 

রাজশাহী টু ঢাকা এই রুটে প্রত্যেকদিন একাধিক ফ্লাইট পরিচালিত হয়। সাধারণত সকাল-দুপুর ও সন্ধ্যা ফ্লাইট থাকে।বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মূলত সকাল ১০ঃ১৫ তে রওনা দিয়ে থাকে রাজশাহী থেকে এবং ১১ঃ০০ টার সময় ঢাকায় পৌঁছে যায়। আবার ১২:৫৫ তে রওনা দিয়ে ১ঃ৪৫ মিনিটে পৌঁছে যায়।  

ইউ এস বাংলা এয়ারলাইন্স মূলত সকাল ৮:৩৫ মিনিটে রওনা দেয় এবং ৯ঃ৩৫ মিনিটে ঢাকা পৌঁছে যায়। নেক্সট শিডিউল সন্ধ্যা ৬:৪০ থেকে ৭:৩০ মিনিট। রাজশাহী থেকে ঢাকা রুটে প্রত্যেকদিন তিন থেকে চারটি সরাসরি ভ্রমণের সুযোগ থাকে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও ইউএস-বাংলা এয়ারলাইন্স উভয়ের এই রুটে প্রতিদিন ফাইট পরিচালনা করে। 

রাজশাহী থেকে ঢাকা বিভিন্ন এয়ারলাইন্স 

রাজশাহী থেকে ঢাকার রুটে মূলত তিনটি বিমান এয়ারলাইন্স বিমান পরিচালনা করে। এয়ারলাইন্স গুলো হলো যথাক্রমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স(www.biman-airlines.com) ইউ এস বাংলা এয়ারলাইন্স (www.usbair.com) ও নভোএয়ার এয়ারলাইন্স(www.flynovoair.com)

ইউএস-বাংলা এয়ারলাইন্স টিকেট বুকিং রাজশাহী থেকে ঢাকা 

ইউএস বাংলা এয়ারলাইন্স প্রতিদিন সরাসরি দুইটি সময়ে ফ্লাইট পরিচালনা করে থাকে। সকাল ৮ টা ৩৫ থেকে ৯:২৫ পর্যন্ত অর্থাৎ রাজশাহী থেকে সকাল ৮ টা ৩৫ এ রওনা দেয় এবং ঢাকা পৌছায় ৯:২৫ মিনিটে। আরেকটি সন্ধ্যা ৬ঃ৪০ মিনিট থেকে ৭ঃ৩০ মিনিট পর্যন্ত। ৬ঃ৪০ এর সময় শাহমখদুম বিমানবন্দর থেকে রওনা দেয় এবং ৭ঃ৩০ মিনিটে ঢাকাতে পৌঁছে যায়। যাত্রা সময় প্রায় ৫০ মিনিট। 

ইউএস বাংলা এয়ারলাইন্সের ভাড়া ৩২০০ টাকা তবে আনসিজনে এর ভাড়া কমতে পারে। এবং ইকোনোমিক ফ্লাইটের টিকিটের মূল্য ৪২০০ টাকা। ইউএস-বাংলা এয়ারলাইন্সের টিকিট সস্তায় ক্রয় করার জন্য তিন থেকে চার সপ্তাহ আগে বুকিং দিয়ে রাখতে পারেন। তিন থেকে চার সপ্তাহ আগে বুকিং দিয়ে রাখলে দেখা যায় টিকিটের মূল্য অনেকটা কম পাওয়া যায়। তবে টিকিট কয় এর আগে trip.com, skyscanner, sharetrip নির্দিষ্ট তারিখের ভাড়া দেখে নেবেন। 

নভোএয়ার টিকেট বুকিং রাজশাহী থেকে ঢাকা

রাজশাহী থেকে ঢাকা রুটে নভো এয়ার মূলত একটি ফ্লাইট পরিচালনা করে থাকে। যার যাত্রা সময় প্রয়োজন হয় ৫৫ মিনিট। এটি বিভিন্ন সময় পরিবর্তন করে থাকে যেমন সকাল-বিকাল তাই নভেম্বর বা জুলাইয়ের জন্য নির্দিষ্ট সময় জানতে বিমানের ওয়েবসাইট বা বুকিং প্লাটফর্ম চেক করে তারপরে টিকিট ক্রয় করবেন। 

নভোএয়ারের রাজশাহী থেকে ঢাকা রুটে একটি ইকোনমিক ক্লাসের ফ্লাইট পরিচালনা করে থাকে যার ভাড়া ৪৫০০ থেকে ৮২০০ পর্যন্ত। তবে বিভিন্ন অফারে বা প্রমোতে ৩৮০০ থেকে ৪ হাজার পর্যন্ত হতে পারে। নভো এয়ার থেকে টিকিট কয়ের জন্য Wego, Cleartri, MakeMyTrip এর মতো প্লাটফর্ম থেকে বুকিং দিতে পারেন এবং টিকিট ক্রয় করতে পারেন। যাত্রার দিন এক ঘন্টা আগে বিমানবন্দরে পৌঁছে যাবেন যাতে চেক ইন ও সিকিউরিটি সহজ হয় এবং আপনি নিরাপদে যাত্রা করতে পারেন।

রাজশাহী টু ঢাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সময়সূচী

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মূলত শনিবার, সোমবার, বুধবার ও শূক্রবার সপ্তাহের এই চার দিন ফ্লাইট পরিচালনা করে থাকে। সপ্তাহের চার দিন দুপুর ১২ঃ৫৫ থেকে ফ্লাইট পরিচালনা করে থাকে। ঢাকা পৌছাতে সর্বোচ্চ ৫০ মিনিট সময় লাগে। তবে এর সময়সূচী পরিবর্তন হতে পারে। টিকিট বুক করার আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইট ও তাদের অনুমোদিত ট্রাভেল এজেন্টের সাথে যোগাযোগ করে সময়সূচী জেনে নিতে পারবেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়া বিভিন্ন ক্লাস প্রকৃতি ভেদে হয়ে থাকে। যেমনঃ 
সুপার সেভার ইকোনমিঃ এসব ক্লাসের সিটের ভাড়া মূলত ৩৪০০ থেকে ৩৫০০ টাকা হয়ে থাকে।

ইকোনমি সেভারঃ এই ক্লাসের সিটের ভাড়া ৫৮০০ থেকে শুরু হয়ে থাকে তবে সময় সময় পরিবর্তন হতে পারে।

ইকোনমি ফ্লেক্সিঃ সবোর্চ্চ হাই কোয়ালিটি সম্পুর্ণ ক্লাসিক সিট এটি। এর ভাড়া ৯৫০০ থেকে শুরু হয়ে থাকে।

ইউএস-বাংলা এয়ারলাইন্স টিকেট বুকি ঢাকা থেকে রাজশাহী

ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে বেশ কয়েকটি বিমান পরিচালনা করে থাকে। দিনের বিভিন্ন সময়ে ৪ টি ফ্লাইট পরিচালনা করে থাকে তারা।

ফ্লাইট পরিচালনার সময়সুচিঃ
ছাড়ার সময় পোছানোর সময় সময়কাল
সকাল ৭ঃ৪৫ মিনিট সকাল ৮ঃ৩৫ মিনিট ৫০ মিনিট
বিকাল ৫ঃ০০ টায় বিকাল ৫ঃ৫০ মিনিট ৫০ মিনিট
বিকাল ৫ঃ২০ মিনিট সন্ধ্যা ৬ঃ১০ মিনিট ৫০ মিনিট
সন্ধ্যা ৬ঃ২০ মিনিট সন্ধ্যা ৭ঃ০৫ মিনিট ৫০ মিনিট

ভাঁড়ার তালিকাঃ
ভাঁড়ার বিভিন্ন ক্লাস টাকার পরিমান
ইকোনমি লাইট ৪২০০ টাকা (মাত্র)
ইকোনমি সেভার ৪৩০০ টাকা (মাত্র)
ইকোনমি ভ্যালু ৬২০০ টাকা (মাত্র)

তবে টিকিট কয় এর আগে trip.com, skyscanner, sharetrip নির্দিষ্ট তারিখের ভাড়া দেখে নেবেন। কারণ বিভিন্ন সময় ভাঁড়া কম বেশি হতে পারে।

নভোএয়ার টিকেট বুকিং ঢাকা থেকে রাজশাহী

ঢাকা থেকে নভোএয়ার রাজশাহী যাওয়ার জন্য মাত্র একটি ফ্লাইড পরিচালনা করে থাকে। বিকাল ৫ টার সময় ঢাকা থেকে যাত্রা করে রাজশাহী পোছায় ৫ঃ৫০ মিনিটে। আবহাওয়াজনিত কারণে সময়সূচী পরিবর্তন হতে পারে। নিচে ভাড়ার তালিকা ও সময়সূচী দেওয়া হলো।

ভাড়ার তালিকা ও সময়সূচীঃ
সময়সূচী সিটের ক্লাস ভাড়া
বিকাল ৫ঃ০০-৫ঃ৫০ প্রোমো ৪৫০০ টাকা(মাত্র)
একই স্পেশাল ৫৪০০ টাকা(মাত্র)
একই ডিসকাউন্ট ৬২০০ টাকা(মাত্র)
একই সেভার ৭২০০ টাকা(মাত্র)
একই ফ্লেক্সিবল ৮২০০ টাকা(মাত্র)

বিভিন্ন সময় বিভিন্ন কারণে এর ভাড়া ও সময়সূচী পরিবর্তন হতে পারে তাই টিকিট ক্রয়ের আগে নভোএয়ারের অফিসিয়াল ওয়েবসাইট GoZayann চেক করে নিবেন।

ঢাকা থেকে রাজশাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সময়সূচী

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সপ্তাহে প্রতিদিন বিমান পরিচালনা করে থাকে না। বিশেষ কিছু দিন সপ্তাহে ৪ দিন বিমান পরিচালনা করে থাকে। শনিবার, সোমবার, বুধবার ও শূক্রবার এই চারটি দিন ১১ঃ৩০ থেকে ১২ঃ৩০ বিমান পরিচালনা করে থাকে। এর সর্বনিম্ন ভাড়া ৩৫০০ টাকা, ইকোনমি সেভার ৫৮০০ টাকা এবং ইকোনমি ফেক্সি ৯৬০০ টাকা। 

অনলাইনে বিমানের টিকেট কাটার নিয়ম

অনলাইনে টিকিট কাটার জন্য আপনাকে কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে। নিচে বর্ণনা করা হলোঃ

ধাপঃ১ঃ ওয়েবসাইট নির্বাচিন

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স(www.biman-airlines.com) 
ইউ এস বাংলা এয়ারলাইন্স(www.usbair.com) 
নভোএয়ার এয়ারলাইন্স(www.flynovoair.com)

আবার আপনি চাইলে আন্তরর্জাতিক ওয়েবসাইটে ও চয়েস করতে পারেন। যেমনঃ trip.com, skyscanner, sharetrip ইত্যাদি।

ধাপঃ২ঃ যাত্রাপথ ও তারিখ নির্বাচন
কোথায় থেকে যাবেন কত তারিখে যাবেন পোছানোর গন্তব্য ও কত জন যাবেন তা নির্ধারন করতে হবে তারপরে সার্চ ফ্লাইড বাটুনে ক্লিক করতে হবে।

ধাপঃ৩ঃ ফ্লাইড ও ক্লাস নির্বাচন
বিভিন্ন এয়ারলাইন্সের বিভিন্ন রকমের সিটের ক্লাস থাকে যেমনঃ ইকোনমি/ সেভার/ প্রমো ইত্যাদি। আপনাকে ফ্লাইড ও সিটের ক্লাস সিলেক্ট করতে হবে। এরপর বুক বাটুনে ক্লিক করতে হবে।

ধাপঃ৪ঃ আপনার তথ্য দিন
আপনার নাম, মোবাইল নম্বর, ইমেইল, জাতীয় পরিচয় পত্র ও জন্মতারিখ দিয়ে র্ফম পুরন করতে হবে।

ধাপঃ৫ঃ পেমেন্ট
নাম ঠিকানা সঠিকভাবে দেওয়ার পরে আপনাকে পেমেন্ট করতে হবে টিকিট ক্রয়ের জন্য। আপনি বিভিন্ন মাধ্যম ব্যবহার করে পেমেন্ট করতে পারেন। যেমনঃ বিকাশ, রকেট, নগদ ইত্যাদি। আবার আপনি চাইলেই ডেভিট/ক্রেডিট ও ব্যাংক ট্রান্সফার করতে পারবেন। সঠিক ভাবে তথ্য দেওয়া হয়ে গেলে কনফার্ম করতে হবে।

ধাপঃ৬ঃ টিকিট কনফার্মেশন
পেমেন্ট করা হয়ে গেলে আপনার ইমেইলে ই-টিকিট চলে আসবে। আপনি এটি পিন্ট করে এয়ারপোর্টে চেক ইন করবেন আর অবশ্যই জাতীয় পরিচয়পত্র কাছে রাখবেন।

লেখকের মন্তব্যঃ

রাজশাহী থেকে ঢাকা ও ঢাকা থেকে রাজশাহী আশার সময়সুচী ও ভাড়ার বিষয়ে যাবতীয় তথ্য তুলে ধরা হয়েছে। এখানে যেই তথ্যগুলো তুলে ধরা হয়েছে সব নির্ভুল ভাবে তুলে ধরার চেষ্টা করেছি। আপনি যদি আর্টিকেলটি সম্পুর্ণ পড়েন তাহলে রাজশাহী থেকে ঢাকা ও ঢাকা থেকে রাজশাহী বিমানে যাওয়া-আশা বিষয়ে আর কোন প্রশ্ন থাকবে না। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

Ronginpata.com সাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন, প্রতিটি কমেন্ট রিভিও করা হয়।

comment url