আজকের বাজারে ওয়ালটন ফ্রিজের দাম কত ২০২৫

আধুনিকতার ছোঁয়ায় ও দৈনন্দিন জীবনের চাহিদা পূরণের জন্য ফ্রিজের বিকল্প নেই। ফ্রিজের চাহিদা দিন দিন বেড়ে চলেছে। ফ্রিজ এখন প্রত্যেকটি বাসার অপরিহার্য জিনিস হয়ে দাঁড়িয়েছে। বাসায় একটা ফ্রিজ না থাকলে এখন কেমন জানি খালি খালি মনে  হয়।

আজকের-বাজারে-ওয়ালটন-ফ্রিজের-দাম-কত-২০২৫

গরমে ঠান্ডা পানি ও খাবার ভালো রাখার ক্ষেত্রে ফ্রিজের কোন বিকল্প নেই। ওয়ালটন বাংলাদেশের নিজস্ব পন্য হওয়ায় তুলনামূলক অন্যান্য ব্যান্ডের চেয়ে দামে সাশ্রয়ী এবং অনেক নির্ভরযোগ্য। নিচে বিভিন্ন সাইজের দাম দেওয়া হলো। 

পেজ সূচিপত্রঃ আজকের বাজারে ওয়ালটন ফ্রিজের দাম কত ২০২৫

আজকের বাজারে ওয়ালটন ফ্রিজের দাম কত ২০২৫

বর্তমানে ফ্রিজের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। বাংলাদেশে জনপ্রিয় ও সবার নির্ভরযোগ্য পন্য হিসেবে পরিচিতি লাভ করেছে ওয়ালটন ব্রান্ড। ওয়ালটন ব্রান্ডের ফ্রিজের দাম তুলনামূলক অনেক কম কারণ ওয়ালটন আমাদের দেশের নিজস্ব পন্য। ঠান্ডা পানি ও খাবার ভালো রাখতে ফ্রিজে বিকল্প নেই। বাংলাদেশের বাজারে অনেক কোম্পানির ফ্রিজ পাওয়া যায়। 

ভালো সার্ভিস ও দামের কমের জন্য ওয়ালটন বাংলাদেশের বাজারে অনেকটা জায়গা তৈরি করে নিয়েছে। আমার এই আর্টিকেলটিতে ২০২৫ সালের ফ্রিজের দাম নিয়ে আলোচনা করা হয়েছে। আপনি যদি ওয়ালটন ফ্রিজ কিনতে আগ্রহী হন তাহলে আমাদের এই আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন তাহলে মিনি থেকে বড় সব ধরনের ফ্রিজের প্রাইজ আইডিয়া পেয়ে যাবেন। 

ওয়ালটন ফ্রিজ ৮ সেফটি দাম ২০২৫

১ সেফটি =২৮.৩ লিটার তাহলে ওয়ালটনের ৮ সেফটি ফ্রিজ সমান সমান ২২৫ লিটার ধরা হয়। walton ফ্রিজের মধ্যে মাঝারি ফ্রিজ হচ্ছে ২২৫ লিটার বা আট সেফটি ফ্রিজ। এই ফ্রিজগুলো আপনি বাংলাদেশের যে কোন ওয়ালটন শোরুম থেকে কিনতে পারবেন। ফ্রিজের দাম বিভিন্ন সময় বাড়তে ও কমতে পারে। কখনো কখনো ডিসকাউন্ট দেয় তখন দাম কমে যায়। ২২৫ লিটার ফ্রিজের দাম এবং এর ভেতরের বৈশিষ্ট্য নিচে বর্ণনা করা হলো। 
  • ফ্রিজের নাম/মডেলঃ WFD-1D4-GDEL-XX
  • ফ্রিজের দামঃ ২৬৫৪১ টাকা 
  • ফ্রিজের ধারন ক্ষমতাঃ ২২৫ লিটার
  • ডিপ ফ্রিজ আয়তনঃ নিচে এবং বড়।
  • ফ্রিজের শেলফের সংখ্যাঃ ২-৩টি (কাচের)
  • ফ্রিজের চেম্বার সংখ্যাঃ ২টি
রেফ্রিজারেটর অংশে ২টি ওয়্যার শেলফ, ৩টি দরজার বাস্কেট, সবজি ক্রিস্পার ১টি, ডিম ট্রে ১টি; ফ্রিজার অংশে ১টি ওয়্যার শেলফ।৪১.৫ কেজি, গ্রস ~৪৬ কেজি।নির্দিষ্ট দিনের পন্য তালিকা  অনুযায়ী আমি উক্ত ফ্রিজের দামটি দিয়েছি। আপনি ফ্রিজ কয় করার আগে অবশ্যই Waltonplaza.com.bd এই ওয়েবসাইট থেকে দাম দেখে নেবেন।

ওয়ালটন ফ্রিজ ১০ সেফটি দাম ২০২৫

১ সেফটি =২৮.৩ লিটার। তাহলে ১০ সেফটি সমান ২৮২ লিটার। ১০ সেফটি ফ্রিজের অনেক কয়টি মডেল রয়েছে। বিভিন্ন মডেলের বিভিন্ন রকম পারফরম্যান্স। এসবগুলো মডেলের মধ্যে সবচাইতে ভালো যেই মডেলটি সেটির দাম ও এর বর্ণনা নিচে ব্যাখ্যা করা হবেঃ
  • ফ্রিজের নাম/মডেলঃWFE-2H2-GDEN-XX
  • ফ্রিজের দামঃ ৪০৮৫১
  • ফ্রিজের ধারন ক্ষমতাঃ ২৮২ লিটার
  • ডিপ ফ্রিজ আয়তনঃ তুলনামূলক বড়।
  • ফ্রিজের শেলফের সংখ্যাঃ ২টি
  • ফ্রিজের চেম্বার সংখ্যাঃ ২টি 
২৮২ লিটার গ্রস ভলিউম এবং ২৬৫ লিটার নেট ভলিউমের সাথে এটি একটি মাঝারি আকারের পরিবারের জন্য উপযুক্ত। নেট ৫৯ কেজি, গ্রস ৬৬ কেজি ।নির্দিষ্ট দিনের পন্য তালিকা  অনুযায়ী আমি উক্ত ফ্রিজের দামটি দিয়েছি। আপনি ফ্রিজ ক্রয় করার আগে অবশ্যই Waltonplaza.com.bd এই ওয়েবসাইট থেকে দাম দেখে নেবেন।

ওয়ালটন ফ্রিজ ১২ সেফটি দাম কত?

১ সেফটি =২৮.৩ লিটার হলে ১২ সেফটি সমান ৩৩৭ লিটার। ৩৩৭ লিটারের মধ্যে ওয়ালটনের সবচাইতে ভালো যে ফ্রিজ বা যে মডেল তার নাম ও দামের তালিকা নিচে বর্ণনা করা হলোঃ
  • ফ্রিজের নাম/মডেলঃ WFC-3A7-GDNE-XX
  • ফ্রিজের দামঃ ৪২৬৬০
  • ফ্রিজের ধারন ক্ষমতাঃ ৩৩৭ লিটার
  • ডিপ ফ্রিজ আয়তনঃ ডিপ্রেস ওপরের অংশে।
  • ফ্রিজের শেলফের সংখ্যাঃ ৪টি
  • ফ্রিজের চেম্বার সংখ্যাঃ২ টি
৩৩৭ লিটার গ্রস ভলিউম এবং ৩১৭ লিটার নেট ভলিউমের সাথে এটি একটি বড় পরিবারের জন্য উপযুক্ত। নির্দিষ্ট দিনের পন্য তালিকা  অনুযায়ী আমি উক্ত ফ্রিজের দামটি দিয়েছি। আপনি ফ্রিজ কয় করার আগে অবশ্যই Waltonplaza.com.bd এই ওয়েবসাইট থেকে দাম দেখে নেবেন।

ওয়ালটন ১৪ সেফটি ফ্রিজের দাম কত?

১ সেফটি =২৮.৩ লিটার হলে 14 সেফটি সমান সমান ৩৮৬ লিটার। ৩৮৬ লিটারে ওয়ালটনের WNH-3H6-GDEL-XX এই মডেলের ফ্রিজটি অনেক ভালো। Nano healthcare tach ব্যবহার করা হয়েছে যাতে খাবার সবসময় সতেজ ও সুন্দর থাকে। দাম ও ক্যাপাসিটি নিচে দেওয়া হলঃ
  • ফ্রিজের নাম/মডেলঃ WNH-3H6-GDEL-XX
  • ফ্রিজের দামঃ ৫৮৫০০
  • ফ্রিজের ধারন ক্ষমতাঃ ৩২৮ লিটার
  • ডিপ ফ্রিজ আয়তনঃ ওপরে থাকে মাঝারি।
  • ফ্রিজের শেলফের সংখ্যাঃ ৪টি
  • ফ্রিজের চেম্বার সংখ্যাঃ২ টি
৩৮৬ লিটার গ্রস ভলিউম এবং ৩২৮ লিটার নেট ভলিউমের সাথে এটি একটি বড় পরিবারের জন্য উপযুক্ত।প্রায় ৭০ কেজি। নির্দিষ্ট দিনের পন্য তালিকা  অনুযায়ী আমি উক্ত ফ্রিজের দামটি দিয়েছি। আপনি ফ্রিজ কয় করার আগে অবশ্যই Waltonplaza.com.bd এই ওয়েবসাইট থেকে দাম দেখে নেবেন।

ওয়ালটন ফ্রিজ ১৬ সেফটি দাম ২০২৫

১ সেফটি =২৮.৩ লিটার হলে 16 সেফটি সমান সমান ৪৪০ লিটার। ওয়ালটনের wBO-4D0-TDXX-XX এই মডেলের ফ্রিজটি পেয়ে যাবেন। অনেক ভালো ও কুইক কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে ফ্রিজটিতে। নিচে এর দাম ও ক্যাপাসিটি নিয়ে আলোচনা করা হয়ঃ
  • ফ্রিজের নাম/মডেলঃ wBO-4D0-TDXX-XX 
  • ফ্রিজের দামঃ ৮২৯৯০ টাকা 
  • ফ্রিজের ধারন ক্ষমতাঃ ৩৯৬ লিটার
  • ডিপ ফ্রিজ আয়তনঃ উপরের দিকে
  • ফ্রিজের শেলফের সংখ্যাঃ ৬টি
  • ফ্রিজের চেম্বার সংখ্যাঃ ২ টি
৪৪০ লিটার গ্রস ভলিউম এবং ৩৯৬ লিটার নেট ভলিউমের সাথে এটি একটি বড় পরিবারের জন্য উপযুক্ত।নির্দিষ্ট দিনের পন্য তালিকা  অনুযায়ী আমি উক্ত ফ্রিজের দামটি দিয়েছি। আপনি ফ্রিজ কয় করার আগে অবশ্যই Waltonplaza.com.bd এই ওয়েবসাইট থেকে দাম দেখে নেবেন।

ওয়ালটন ১৮ সেফটি ফ্রিজের দাম কত?

১ সেফটি =২৮.৩ লিটার হলে ১৮ সেফটি সমান সমান ৫১২ লিটার। ৫১২ লিটারের মধ্যে ওয়ালটনের WNJ-5A2-RXXX-XX এই মডেলের ফ্রিজটি পেয়ে যাবেন। আধুনিক সব ফিউচার যুক্ত করা হয়েছে এই ফ্রিজটিতে।এর দাম ও ক্যাপাসিটি নিচে আলোচনা করা হলোঃ
  • ফ্রিজের নাম/মডেলঃ WNJ-5A2-RXXX-XX
  • ফ্রিজের দামঃ ৬৮০০০
  • ফ্রিজের ধারন ক্ষমতাঃ ৪৪২ লিটার
  • ডিপ ফ্রিজ আয়তনঃ উপরে
  • ফ্রিজের শেলফের সংখ্যাঃ ৬ টি
  • ফ্রিজের চেম্বার সংখ্যাঃ ২টি
৫১২ লিটার গ্রস ভলিউম এবং ৪৪২ লিটার নেট ভলিউমের সাথে এটি একটি বড় পরিবারের জন্য উপযুক্ত।নির্দিষ্ট দিনের পন্য তালিকা  অনুযায়ী আমি উক্ত ফ্রিজের দামটি দিয়েছি। আপনি ফ্রিজ কয় করার আগে অবশ্যই Waltonplaza.com.bd এই ওয়েবসাইট থেকে দাম দেখে নেবেন।

কেন ওয়ালটন ফ্রিজ কিনবেন?

সবচাইতে বড় প্রশ্ন হচ্ছে ওয়ালটন ফ্রিজ কেন কিনবেন বাজারে তো অনেক কোম্পানির ফ্রিজ আছে? ওয়ালটন ফ্রিজ কেনার কয়েকটি সুযোগ সুবিধা রয়েছে। সে সুযোগ সুবিধা গুলো হল ওয়ালটন সম্পূর্ণভাবে বাংলাদেশের ব্র্যান্ড গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী দেশে আবহাওয়ার উপযোগী করে বানানো সার্ভিস সেন্টার সারা দেশে বিস্তৃত। 

দ্বিতীয়তঃ একই ক্যাপাসিটি ও ফিউচার যুক্ত বিদেশী ব্যান্ডের তুলনায় দাম কম এবং সহজ কিস্তিতে নেওয়া যায়। তৃতীয়তঃ কম বিদ্যুৎ খরচ করে বিদ্যুৎ চলে গেলেও খাবার অনেকক্ষণ পর্যন্ত ঠান্ডা রাখে। চতুর্থঃ কম্প্রেসার এর ১২ বছর ওয়ারেন্টি আবার অনেক পার্টস এর চার থেকে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকে। 

পঞ্চমঃ ছোট ফ্যামিলি থেকে বড় ফ্যামিলির সবার জন্য রয়েছে ১২০ লিটার থেকে ৫১২ লিটার পর্যন্ত। ষষ্ঠঃ সার্ভিস দ্রুত এবং খরচ তুলনামূলক কম প্রায় সব পেয়ার পার্ট দেশের ভেতরে পাওয়া যায়। তাই আপনি যদি ওয়ালটন ফ্রিজ কেনেন তাহলে সেবা বা সার্ভিসের দিক দিয়ে ও দামের দিক দিয়ে সব দিক দিয়ে এগিয়ে থাকবেন থাকবে। 

ওয়ালটন ফ্রিজের সার্ভিস কেমন?

ওয়ালটন বাংলাদেশের নিজস্ব পণ্য হওয়ায় এর সার্ভিস নিয়ে কোনো রকম প্রশ্ন না করাই ভালো। কারণ নিজের দেশের পণ্য এখানে সার্ভিসের কোন সমস্যা নেই। বাংলাদেশের প্রত্যেকটি জেলা ও উপজেলাতে ওয়ালটনের নিজস্ব শোরুম রয়েছে। এখানে সার্ভিসের কোন সমস্যা নেই এবং দ্রুতগতির সাথে তারা সার্ভিস দিয়ে থাকে।

ওয়ারেন্টির দিক থেকে ১২ বছর দিয়ে থাকে প্রত্যেকটি ফ্রিজের এবং বিভিন্ন স্পেয়ার পার্ট অনুযায়ী তিন থেকে চার বছরে গ্যারান্টি দিয়ে থাকে। কোনরকম সমস্যা হলে নিকটস্থ তাদের শোরুমে গিয়ে যোগাযোগ করলে দ্রুত সার্ভিস পাওয়া যায় এবং দেশি পণ্য হওয়ায় সব ধরনের স্পেয়ার পার্ট বাংলাদেশের পাওয়া যায়। তাই আপনি যদি দাম মান এবং সার্ভিস এই তিনটির সমন্বয় একসাথে পেতে চান তাহলে ওয়ালটন ফ্রিজ অবশ্যই কিনুন।

ওয়ালটন-ফ্রিজের-মেলা-২০২৫

ওয়ালটন ফ্রিজ কিনলে ঠকবেন নাকি জিতবেন?

ওয়ালটন ফ্রিজ কিনলে ঠকবেন নাকি জিতবেন আসলে এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোন জিনিস কেনার আগে অবশ্যই তা যাচাই করে নেওয়া ভালো আপনি ঠকছেন নাকি জিতবেন। ওয়ালটন আমাদের দেশে পণ্য এবং অন্যান্য ব্র্যান্ডের তুলনায় ওয়ালটনের দাম তুলনামূলক অনেক কম। দেখা যায় বাংলাদেশে অনেক রকমের ফ্রিজের কোম্পানি আছে কিন্তু একই ফিউচার দিয়ে এত কম রেটে কোন কোম্পানি ফ্রিজ দিতে পারবে না। আবার সার্ভিসের দিক দিয়ে যদি ধরেন তো walton এর মতন সার্ভিস আর অন্য কোন কোম্পানি দেয় না। 

কারণ ওয়ালটনের শোরুম প্রত্যেকটা জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে পৌঁছে গিয়েছে তাই আপনার ফ্রিজের কোন সমস্যা হলে তাদের শোরুমে যোগাযোগ করলে খুব দ্রুততার সাথে সার্ভিস দিয়ে থাকে। বিদ্যুৎ খরচ অনেক কম এবং অল্প টাকার মধ্যে অনেক ভালো ফিউচার দিয়ে থাকে। তাই আপনি যদি বাংলাদেশে বসবাস করে থাকেন এবং ফ্রিজ কেনার কথা ভাবছেন তাহলে অবশ্যই ওয়ালটনের ফ্রিজ দেখে তারপরে কিনবেন।আমি আশা করছি ওয়ালটন ফ্রিজ কিনলে আপনি ঢকবেন না। 

লেখকের মন্তব্যঃ ওয়ালটন ফ্রিজের দাম কত ২০২৫

আমাদের এই আর্টিকেলটিতে ৮ থেকে ১৮ সেপটি পর্যন্ত ফ্রিজের বিভিন্ন মডেলের দাম ও বিভিন্ন ফিউচারের বর্ণনা করা হয়েছে।  আপনি যদি ওয়ালটন ফ্রিজ কেনার কথা ভাবছেন এবং কি ধরনের ফিস কিনবেন তা ভেবে পাচ্ছেন না তাহলে আমাদের আর্টিকেলটি ভালোভাবে পড়ুন। আশা করছি এর মধ্যে থেকে আপনার একটি ফ্রিজ পছন্দ হয়ে যাবে এবং বেসিক ধারণা পেয়ে যাবেন। ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

Ronginpata.com সাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন, প্রতিটি কমেন্ট রিভিও করা হয়।

comment url